Top
সর্বশেষ

সময়মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে: কাদের

১৬ জুলাই, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ
সময়মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে: কাদের

চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘সময়মত যথাযথ অ্যাকশন’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কোটা আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ সরকার কোনোভাবেই মেনে নেবে না। আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার অবমাননা আমরা বেঁচে থাকতে হতে দেব না। “ধৈর্য্য ধরা মানে দুর্বলতা না। আজ আমরা জোর করে চড়াও হলে আপনারা কি প্রশ্ন করতেন? সময় মত সব কিছু দেখবেন। সময়মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে।

সরকারের বিরুদ্ধে ২০১৮ সালের কিছু ‘গুজব’ রটানোর ঘটনা তুলে ধরে তিনি বলেন, “এ ধরনের গুজব ছড়িয়ে গণঅভ্যুথান ঘটনোর বৃথা চেষ্টা চলছে। আমরা গতকালের ঘটনার তীব্র নিন্দা জানাই।”

কোটা আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশ সম্পর্কে তিনি যা বলেছেন, তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে মন্তব্য করার আগে আয়নায় নিজেদের চেহারাটা দেখে নিতে পারে না।”

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানাতে গিয়ে দুজন নিহতের ভুল তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে পরারাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, “ঢাকা ও সারা বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি, যেখানে দুজন নিহত এবং শত শত (আন্দোলনকারী) আক্রমণের শিকার ও আহত হয়েছেন।”

কোটা সংস্কার নিয়ে আদালতে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন কাদের।
তিনি বলেন, “যারা এই আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তনের আভাস পাচ্ছেন, তাদের এই দিবাস্বপ্ন কর্পুরের মতো অচিরেই উড়ে যাবে।”
এই আন্দোলনের সঙ্গে ‘জনগণে সম্পৃক্ততা নেই’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এম পি

শেয়ার