Top
সর্বশেষ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাবলু মারা গেছেন

১৬ জুলাই, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাবলু মারা গেছেন

বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আব্দুল হামিদ ডাবলু (৫৫ বছর) মারা গেছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

খন্দকার ডাবলু  মৃত্যুকালে স্ত্রী-সন্তান, ৩ ভাই, ২ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মরহুমের জানাজা ও দাফনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাবলুর মৃত্যুতে শোক জানিয়েছে।

বিএইচ

শেয়ার