Top
সর্বশেষ

ব্যরিস্টার মওদুদের শারীরিক অবস্থার অবনতি

০৯ মার্চ, ২০২১ ৫:৫০ অপরাহ্ণ
ব্যরিস্টার মওদুদের শারীরিক অবস্থার অবনতি

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

শায়রুল কবির জানান, ফুসফুসে পানি জমেছে মওদুদ আহমদের।

বেশ কয়েকমাস ধরে অসুস্থ মওদুদ আহমদ। গেলো ১ ফেব্রুয়ারি রাত ১২টায় তাকে সিঙ্গাপুর নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। গত ২৯ ডিসেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে ২০ জানুয়ারি হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে আসা হয়। আবার অবস্থার অবনতি হলে ২১ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

সিঙ্গাপুরে মওদুদের সঙ্গে তার স্ত্রী রয়েছেন।

শেয়ার