সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর নদীবন্দরে অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতির বিষয়ে পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএ ও ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় কর্মকর্তারা এ পরিদর্শনে আসেন।
এসময় উপস্থিত ছিলেন, বন্দর ও পরিবহণ বিভাগ বিআইডব্লিউটিএর পরিচালক সাইফুল ইসলাম, প্রকৌশলী বিভাগের অতিরিক্ত প্রকৌশলী সাজেদুর রহমান, নৌ-সওজ বিভাগের যুগ্ম পরিচালক ছানোয়ার হোসেন,কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপাংকর দাশ, বিআইডব্লিউটিএ এর সহকারী পরিচালক এহসান আহমেদ খান প্রমুখ।
পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, গত বছরের ১৩ ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সারকিটহাউজ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৯৬৫ সালের আগ পর্যন্ত চালু থাকা এ বন্দরের অবকাঠামো গত উন্নয়নের মাধ্যমে বন্দরটি দ্রুত চালু করা হবে।# সাতক্ষীরা প্রতিনিধি।
এএন