Top
সর্বশেষ

শিক্ষার্থীদের দাবি মেনে জবির হলে থাকার অনুমতি

১৭ জুলাই, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
শিক্ষার্থীদের দাবি মেনে জবির হলে থাকার অনুমতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে হলে থাকার অনুমতি দিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকাল সাড়ে চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছিল।

বুধবার (১৭ জুলাই) বিকালে এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক ছাত্রীদের উদ্দেশে প্রভোস্ট জানান, তাদের সকল দাবি (গ্যাস, পানি, বিদ্যুৎ, লিফট, ইন্টারনেট, ক্যান্টিনসহ পূর্বের ন্যায় নিরাপত্তা) মেনে নেয়া হলো এবং তাদেরকে হলে অবস্থান করার পূর্ণ অনুমতি দেয়া হল।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বন্ধ ঘোষণা করে প্রশাসন।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। ওই সভার সিদ্ধান্তেই শিক্ষার্থীদের হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

এক বিজ্ঞপ্তিতে জবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর এই তথ্য জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলও বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, বিশ্ববিদ্যালয়ের ৯৭ তম সিন্ডিকেট সভায় (জরুরি) সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম। সভায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে আহত শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ১০ (১০) ধারার ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে, সকল প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহবান জানানো হয়।

এদিকে হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা হল ছেড়ে যাবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। অবশেষে তাদের দাবি মেনে নেয়া হল।

বিএইচ

শেয়ার