Top

কথিত ‘এসটিসি ব্যাংক’ বন্ধের সুপারিশ কেন্দ্রীয় ব্যাংকের

০৯ মার্চ, ২০২১ ১০:৩৪ অপরাহ্ণ
কথিত ‘এসটিসি ব্যাংক’ বন্ধের সুপারিশ কেন্দ্রীয় ব্যাংকের

উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করা কথিত ‘এসটিসি ব্যাংক লিমিটেড’ বন্ধ করার সুপরিশ করেছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত দল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সাধারণ জনগণের আমানত সংগ্রহ, অবৈধ ব্যাংকিং ও প্রতারণামূলক কার্যক্রম এলাকার ক্ষুদ্র সঞ্চয়ী জনসাধারণ, প্রতারণার শিকার চাকরি প্রার্থী এবং সার্বিকভাবে ব্যাংক খাতকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একটি বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকা অন্যান্য তফসিলি ব্যাংককের ন্যায় এসটিসি ব্যাংক লিমিটেড নাম ব্যবহার করে সাইনবোর্ড টানিয়ে, ওয়েবসাইট খুলে এবং এই নাম ছাপানো এফডিআর রশিদ, জমাবই, চেকবই ইত্যাদি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম চালাচ্ছে। নিজেদেরকে ২০১৯ সালের একটি প্রতিষ্ঠিত ব্যাংক দাবি করে দেশের বিভিন্ন জেলা উপজেলায় এই নামে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছিল।

কথিত এই ব্যাংক ২০১৯ সালের প্রতিষ্ঠিত একটি ব্যাংক এবং ৩০০ এর বেশি শাখার মাধ্যেমে দেশজুড়ে ব্যাংকিং সেবা দিচ্ছে দাবি করে ওয়েবসাইটও তৈরি করা হয়েছে। যা মূলত: ভূয়া।

পরিদর্শক দল জনগণ হতে সংগৃহীত আমানত এবং এই তথাকথিত ব্যাংকের চেয়ারম্যান মির্জা আতিকুর রহমান , পরিচালক খালিদ হোসেন লিটু কর্তৃক মানিলণ্ডিরিং হয়েছে কিনা সে বিষয়ে অধিকতর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদনের কপি ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ প্রেরণ করার সুপারিম করা হয়েছে।

প্রতিষ্ঠানটি শ্রীমঙ্গল এর মৌলভীবাজার রোডে অবস্থিত আলামিন ম্যানসন এর দ্বিতীয় তলায় প্রায় ২২০০ বর্গফুট ২৬ হাজার টাকা মাসিক ভাড়ায় কাজ শুরু করে।

পরিদর্শক দল প্রতিষ্ঠানটির শ্রীমঙ্গল শাখায় গিয়ে দেখতে পান ফারুক মিয়া নামে একজন গ্রাহক এফডিআর বাবদ ৪,৫০,০০০ টাকা জমা দিয়েছেন। জমাদানকারী ফারুক মিয়া পরিদর্শন দলকে জানিয়েছেন , তিনি কোন সদস্য ফরম পূরণ ব্যতিরেকেই এফডিআর হিসেবে প্রতিষ্ঠানটিতে টাকা জমা করেছেন।

প্রতিষ্ঠানটি বড় পরিসরের অফিস খুলে প্রায় এক বছর যাবৎ শ্রীমঙ্গল শাখার মাধ্যমে লাখ লাখ টাকা আমানত সংগ্রহ করলেও ঋণ বিতরণের কোন তথ্য পাওয়া যায়নি । এছাড়া , প্রতিষ্ঠানটি কর্তৃক শাখার কর্মীদের বেতনও নিয়মিত পরিশোধ করা হয়নি ।

শ্রীমঙ্গল শাখার কার্যক্রম উদ্বোধনের পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মির্জা আতিকুর রহমান ২-৩ বার শ্রীমঙ্গল সফর করেছেন মর্মে স্থানীয়রা জানিয়েছেন । শাখার কার্যক্রম বন্ধ হওয়ার পর ভবন মালিক ও আমানতকারীরা তার ব্যক্তিগত কল করলে প্রথম দিকে তিনি শাখা পুনরায় খোলার আশ্বাস দিলেও পরবর্তীতে মোবাইল নম্বরটি বন্ধ করে দেন ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম পরিদর্শন দলকে জানিয়েছেন কথিত এসটিসি ব্যাংক এর শ্রীমঙ্গল শাখার ভুক্তভোগী গ্রাহকদের আমানত ফেরত প্রাপ্তি নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার বিষয়টি তিনি বিভিন্ন সূত্রে জেনেছেন । উপজেলা আইন শৃঙ্খলা কমিটির জানুয়ারী মাসের সভায় প্রতিষ্ঠানটির ভুক্তভোগী গ্রাহকদের বিষয়টি আলোচনা হয়েছে । নজরুল ইসলাম জানিয়েছেন , বাংলাদেশ ব্যাংক হতে লিখিত নির্দেশনা পেলে এ ধরণের অনুমোদনবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা তাদের জন্য সহজ হয় ।

আগস্ট মাসে প্রতিষ্ঠানটির শ্রীমঙ্গল শাখায় চাকুরীতে যোগদানের শর্ত মেনে ২,০০,০০০ টাকার এফডিআর করেছিলেন মোমেন । তিনি জানান, প্রতিষ্ঠানটিতে ২-৩ মাস চাকুরী করলেও তিনি বেতন বাবদ কোন টাকা পাননি। একপর্যায়ে তিনি চাকুরী ছেড়ে দেন । এফডিআর এর লভ্যাংশ বাবদ প্রতিষ্ঠানটি হতে মাসিক ২,০০০ টাকা প্রদানের আশ্বাস থাকলেও তিনি কোন লভ্যাংশ পাননি । বর্তমানে তিনি কথিত ব্যাংকটির শ্রীমঙ্গল শাখায় এফডিআর করা আসল টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় আছেন ।

তথাকথিত ব্যাংকটির শ্রীমঙ্গল শাখার আরেকজন ভুক্তভোগী গ্রাহক হলেন মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী জনাব মঞ্জরুল ইসলাম। তিনি অধিক মুনাফার আশায় প্রতিষ্ঠানটিতে ৩,০০,০০০ টাকার এফডিআর করেছিলেন । এই গ্রাহক পরিদর্শন দলকে জানায় জমাকৃত টাকা ফেরত পাওয়ার জন্য তিনি চেষ্টা করছেন।

রাজধানীর মৌচাকে, কুষ্টিয়ায় শাখা খুলে তথাকথিত এই ব্যাংকটি সম্পূর্ণ অনুমোদনহীন সাধারণ জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করেছে।

প্রতিষ্ঠানটি ব্যাংকের ন্যায় দৈনিক সঞ্চয় প্রকল্প (ডিএসএস), মুদারাবা মাসিক সঞ্চয়, আকর্ষণীয় এককালীণ মুনাফা, মুদারাবা নির্ধারিত মেয়াদী জমা ইত্যাদি নামে বিভিন্ন ধরনের সঞ্চয়ী ও মেয়াদী প্রকল্প পরিচালনা করে আসছিল।

শেয়ার