Top
সর্বশেষ

বিএনপির নীলনকশা আগেই প্রস্তুত করা ছিল: ওবায়দুল কাদের

২৫ জুলাই, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ
বিএনপির নীলনকশা আগেই প্রস্তুত করা ছিল: ওবায়দুল কাদের

কোটা সংস্কার আন্দোলন চলাকালে কোথায় কে হামলা চালাবে বিএনপি সেই নীলনকশা আগেই প্রস্তুত করে রেখেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাইল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয় সভায় সেতুমন্ত্রী এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সহিংসতা হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘হামলা পরিচালনার জন্য তাদের পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে, কোথায় কে হামলা চালাবে, কোথায় কারা পেছন থেকে সহযোগিতা করবে- সব কিছুর নীলনকশা আগেভাগে প্রস্তুত ছিল।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রের মেগা উন্নয়ন মেট্রোরেল, সেতুভবন ও বাংলাদেশ টেলিভিশনসহ সব সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। দেখলে বোঝা যায় কারা এসব করেছে। যারা সরকারের উন্নয়ন দেখতে চায় না তারাই করেছে।’

অশান্তি সৃষ্টি করে বিএনপি-জামায়াত চোরাগোপ্তা পথে ক্ষমতায় আসতে চায় মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘তারেক জিয়াকে লন্ডন থেকে এনে ক্ষমতায় বসানোর পরিকল্পনা আজকে জাতির সামনে উন্মোচিত হয়েছে। বাংলাদেশের জনগণ দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।’

বিএনপিকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আবারও উসকানি দিচ্ছেন। কেউ আগুন নিয়ে খেলবেন না, দায়িত্বশীল আচরণ করুন।’

এ সময় দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গুজব একটি সন্ত্রাস। মাদকের মতো গুজব আপনার সন্তানকে সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে। কাজেই এই গুজব-গুঞ্জন প্রতিরোধ করতে হবে।’

দেশবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী, উন্নয়নবিরোধী, গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে আওয়ামী লীগ প্রস্তুত জানিয়ে যেকোনো নাশকতা মোকাবিলায় কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান সেতুমন্ত্রী।

এম পি

শেয়ার