Top
সর্বশেষ

বাগেরহাটে ৯ বছর শিশুকে তুলে নিয়ে ধর্ষরণর চেষ্টা!

২৫ জুলাই, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
বাগেরহাটে ৯ বছর শিশুকে তুলে নিয়ে ধর্ষরণর চেষ্টা!
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপালে মাথায় আঘাত করে রাস্তা থেকে তুলে নিয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেস্টার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার দুই দিন পরে বুধবার (২৪ জুলাই) ওই কিশোরীর নানা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে রামপাল থানায় মামলা দায়ের করেছেন। এর আগে সোমবার (২২ জুলাই) বিকেলে রাস্তা থেকে তুলে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন দুই আসামী।

আসামীরা হলেন, রামপাল উপজেলার ভোঁজপতিয়া ইউনিয়নে চান্দ্রাখালি গ্রামের ফকির আব্দুস ছালাম (৫০) ও মো. তুহিন গাজী (৪৫)।

মামলা সূত্রে জানাযায়, সোমবার বিকেলে স্থানীয় এক বাড়ি থেকে আরবী পড়ে বাড়ি ফিরছিলেন নির্যাতনের শিকার ওই কিশোরী। পথিমধ্যে আব্দুস ছালাম ওই কিশোরীর মাথায় আঘাত করেন, এতে কিশোরী অজ্ঞান হয়ে যায়। পরে কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে আব্দুস ছালাম ও তুহিন ধর্ষণ চেষ্টা করেন। পরে কিশোরীকে তার পরিবারের লোকজন উদ্ধার করে ওই দিন হাসপাতালে ভর্তি করেন। তিনদিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরী বাড়ি ফিরেছেন।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ওই শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তার প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সে এখন শঙ্কামুক্ত।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, শিশুটির নানা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে।

এসকে

শেয়ার