Top
সর্বশেষ

ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

২৭ জুলাই, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ
ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ডেমরার সারুলিয়া বক্সনগর এলাকায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে আলম তালুকদার (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

আলম তালুকদার পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার আজিজ তালুকদারের সন্তান। তিনি ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

আলম তালুকদারের সহকর্মী আলীম পাটোয়ারী বলেন, সকালে নির্মাণাধীন ওই ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এম পি

শেয়ার