Top
সর্বশেষ

শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম রোধে কাজ করছি: অধ্যাপক নেহাল আহমেদ

১০ মার্চ, ২০২১ ১২:১৬ অপরাহ্ণ
শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম রোধে কাজ করছি: অধ্যাপক নেহাল আহমেদ

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আগামী ৩০ মার্চ খোলার সিদ্ধান্ত থাকলেও করোনা পরিস্থিতি সিদ্ধান্তে স্থির থাকতে দেয় কিনা সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। করোনা পরবর্তী সময়ে কোন পদ্ধতিতে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান? করোনায় শিক্ষাখাতে যে ক্ষতি হয়েছে তা থেকে উত্তরণেরই বা উপায় কী? সিলেবাস সংক্ষিপ্ত করণের প্রয়োজনীয়তা কতটুকু ছিল? এতে শিক্ষার্থীরা উপকৃত হলো নাকি ক্ষতিগ্রস্ত? এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। বলেছেন তার পূর্বের কর্মস্থল ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আবেগময় দিনের কথাও । শিক্ষাখাতের বেশকিছু  অনিয়মের কথাও উঠে এসেছে ঢাকা শিক্ষা বোর্ডের এই র্শীষ র্কমর্কতার সাথে আলাপচারিতায়। সাক্ষাৎকার নিয়েছেন বাণিজ্য প্রতিদিনএর স্টাফ রিপোর্টার ফরহাদ বিন নূর

বাণিজ্য প্রতিদিন:  সরকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার। কোন পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে? ছাত্র-ছাত্রীরা কি করোনার টিকা পাবার পরই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান?

অধ্যাপক নেহাল আহমেদ :  শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য সরকার একটা তারিখ ঘোষণা করেছে। মার্চের ৩০ তারিখ স্কুল এবং কলেজ খোলার জন্য এবং প্রস্তুতি নেয়ার জন্য। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীরা সবাই একসঙ্গে ক্লাসে চলে আসবে বিষয়টা এরকম না। প্রথমে আমাদের চিন্তা ভাবনা হল যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা তাদেরকে নিয়ে শুরু করা। তারা সপ্তাহে ছয়দিনই ক্লাস করবে। তবে সে ক্লাসগুলিকে ভেঙে দেয়া হবে। একটা ক্লাসে যদি ৬০ জন থাকে সেখানে ৩০ জন করে ২টা ভাগ করে আলাদা আলাদা ক্লাসে বসিয়ে অর্থাৎ সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেয়া যায়। প্রত্যককে মাস্ক পরে আসতে হবে, শিক্ষকরাও মাস্ক পরে যাবে। তবে ছাত্র-ছাত্রীদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে। শিক্ষক ও কর্মচারীদের জন্য টিকা নেয়া বাধ্যতামূলক। আর যে সব শিক্ষার্থী বাসা থেকে আসবে তাদের মধ্যে যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের টিকা নেয়ার ব্যাপারটা এখনও উপর থেকে নিষেধ করা হয়েছে। কাজেই এটার সুযোগ নাই। বাংলাদেশে ৪০ বছরের নিচে যারা আছে তাদেরও সুযোগ নাই। তবে কোনো স্কুল বা কলেজে যদি হোস্টেল থাকে হোস্টেল ওঠার আগে (হোস্টেলের যারা বৈধ শিক্ষার্থী) তাদের জন্য টিকা নেয়া বাধ্যতামূলক। সেটার জন্য সরকার ব্যবস্থা করেছে। তাদেরকে স্কুল বা কলেজ খোলার আগে (হোস্টেলে যদি উঠতে হয়) অবশ্যই তাদেরকে টিকা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যারা থাকবে তাদের জন্যও একই নিয়ম। কাজেই যারা হল বা হোস্টেলগুলোতে উঠবে তাদের জন্য  অবশ্যই টিকা নেয়া বাধ্যতামূলক।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিদিনই ক্লাস করবে। তবে প্রাথমিকভাবে এসএসসি ও এইচএসসি  পরীক্ষার্থীরা বাদে অন্য ক্লাসের শিক্ষার্থাীরা সপ্তাহে একদিন বা দুইদিন ক্লাস করবে। সিক্স হয়তো রোববারে আসলো, সেভেন হয়তো সোমবারে আসলো, এইট হয়তো মঙ্গলবারে আসলো; এভাবে ক্লাসগুলো শুরু হবে। এবং সে ক্লাসগুলোও ভেঙে ভেঙে ছোট করে দিতে হবে। এভাবে আমরা শুরু করার চেষ্টা করছি। যদি দেখি কোভিড পরিস্থিতির তেমন কোনো নেতিবাচক দিকে যাচ্ছে না তাহলে তখন হয়তো তাদের ক্লাস সপ্তাহে একদিনের যায়গায় দুই দিন হবে। আপাতত এভাবেই ক্লাস শুরু করার পরিকল্পনা সরকার নিয়েছে।

বাণিজ্য প্রতিদিন: করোনা কারণে গত একবছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাখাতে যে ক্ষতি হয়েছে তা থেকে উত্তরণের উপায় কী?

অধ্যাপক নেহাল আহমেদ: এটা তো নিশ্চিত যে শিক্ষা খাতের ক্ষতি হয়েছে। আমরা বিভিন্নভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে কিছুটা ক্ষতি পোষানোর চেষ্টা করেছি। তারপরও বাংলাদেশের অনেক অঞ্চল যেমন হাওর অঞ্চল আছে, দ্বীপ অঞ্চল আছে, পাহাড়ি অঞ্চল আছে এমন অনেক জায়গায় শিক্ষার্থীদের পক্ষে অনলাইন সার্ভিস হয়তো নেয়া সম্ভব হয়নি। এটা তো বিশাল একটা ক্ষতি হয়েই গেছে। সে জন্য যাতে শিক্ষার্থীদের শিক্ষা চলমান থাকে তাই পরীক্ষা না নিয়ে রেজাল্টও আমাদেরকে দিতে হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বেশি পড়াশোনা করতে পারে নাই, তাই তাদের সিলেবাস সংক্ষিপ্তও করা হয়েছে। তাদের যে চ্যাপ্টারগুলো পড়া জরুরি সে চ্যাপ্টারগুলি রেখেই সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে আমরা শিক্ষা কর্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছি। আমরা যদি ১৯৭১ সালের কথা চিন্তা করি, সে সালে তো পড়াশোনা হয়ই নাই। মানুষ স্কুল কলেজ নিয়ে চিন্তা করার সুযোগই পায়নি। সে তুলনায় শিক্ষার্থীরা করোনার বছর কিছুটা হলেও পড়াশোনার মধ্যে ছিল। অনলাইনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়েছে। আমরা সংক্ষিপ্ত সিলেবাস দিচ্ছি এবং সে অনুযায়ী….

বাণিজ্য প্রতিদিন: সিলেবাস সংক্ষিপ্ত করণের প্রয়োজনীয়তাটা কী ছিল বলে আপনি মনে করেন?

অধ্যাপক নেহাল আহমেদ: প্রয়োজনীতা তো আছেই। এরা তো দীর্ঘদিন ধরে ক্লাস করতে পারেনি আবার সামনে তাদেরকে পরীক্ষা দিতে হবে। আপনি দেখেন, পরীক্ষা ছাড়া যে রেজাল্টটা আমরা দিয়েছি সেখানে অনেক সমস্যা হয়েছে। অনেক ঝামেলা হয়েছে। সে কারণেই তাদের সিলেবাসটা বেশ কিছু কমিয়ে  এসএসসির জন্য ৬০ কর্মদিবস এবং এইচএসসির জন্য ৮৪ কর্মদিবস অর্থাৎ যদি আমরা সাদামাটা ভাষায় বলি ৬০ কর্মদিবস শেষ করতে আমাদের প্রায় ৩ মাস সময় লাগবে আর এইচএসসির লাগবে প্রায় ৪ মাসের মতো। এই তিন মাস এবং চার মাস আমরা কিন্তু টানা ক্লাস নিবো এসএসসি-এইচএসসির জন্য। এই তিন ও চার মাসে যতটুকু সিলেবাস শেষ করা যাবে ততটুকু সিলেবাসই নির্ধারণ করা করা হয়েছে। আমাদের বিশ্বাস, এই নির্ধারিত সময়ে নির্ধারিত সিলেবাস যদি আমরা শেষ করাতে পারি তাহলে তারা পরীক্ষা ভালে ভাবেই দিতে পারবে।

বাণিজ্য প্রতিদিন: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কি বেঞ্চে পরীক্ষার্থীদের সামাজকি দূরুত্ব মেনে বসানো হবে৷

অধ্যাপক নেহাল আহমেদ : হ্যাঁ অবশ্যই। আমরা তো গত বছরই পরিকল্পনা দিয়েছিলাম যে ছড়িয়ে ছিটিয়ে পরীক্ষা নেবো। প্রয়োজনে পরীক্ষার কেন্দ্র বাড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া। কোনো ভাবেই যেন স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয়। যেমন ধরেন একটা কলেজ, তার পাশে আরো একটা স্কুল বা কলেজ আছে ঐ কলেজ সে স্কুল বা কলেজকে হায়ার করলে সাব সেন্টার করা।  সব কিছুর ওপরে স্বাস্থ্যবিধি। কোনেভাবেই আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে আমরা কোনো কিছু করতে দিবো না, ইনশাআল্লাহ।

বাণিজ্য প্রতিদিন:  আপনার পূর্বের কর্মস্থল ঢাকা কলেজে আপনি দীর্ঘদিন ছিলেন। ঢাকা কলেজ ছেড়ে এখন আপনি ঢাকা শিক্ষা বোর্ডে কর্মরত। ঢাকা কলেজকে কতটা অনুভব করেন?

অধ্যাপক নেহাল আহমেদ :  আমি সব সময় মিস করি আমার ছাত্রদেরকে। কারণ আমি মূলত: একজন শিক্ষক। শিক্ষকের বড় সম্পর্ক হল তার ছাত্রের সাথে। এখন যেখানে আছি, ছাত্রহীন একটা অবস্থায় আছি। ছাত্রদেরকে আমি ধমক দিয়েছি, শাসন করেছি, পাশাপাশি তাদের প্রতি আমার ভালোবাসাও ছিল। আমি সব কিছু করেছি ছাত্রদের কল্যাণে। আমি সবচেয়ে বেশি মিস করি আমার ক্লাসরুমকে। ছাত্রদের সাথে আমি যখন ক্লাসে ক্লাস নিতাম আমার কাছে মনে হয় হয়, দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম ইন মাই লাইফ (সেটা ছিল আমার জীবনের সবচেয়ে সেরা সময়)। আমি এই বিষয়টা খুব মিস করি,  যার সাথে কোনো তুলনা নাই।

বাণিজ্য প্রতিদিন: ঢাকা শিক্ষা বোর্ডে আসার পর বেশ কয়েক মাস হয়ে গেল।  এখানকার অভিজ্ঞতা ও অনুভূতি জানতে চাই আপনার কাছে।

অধ্যাপক নেহাল আহমেদ: ঢাকা বোর্ডে আমার বয়স তিন মসের কিছু বেশি।  ডিসেম্বরের ১ তারিখে জয়েন করেছি। আমাদের সারা বাংলাদেশরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথেষ্ট অনিয়ম আছে। তাদের জমি নাই, কেউ ভাড়া বাড়িতে ক্লাস করে।  আবার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করে। পাঠদান বা ভালো ফলাফলের চেয়ে টাকা পয়সা উপার্জনটাই তাদের কাছে মুখ্য হয়ে যায়। আমি চেষ্টা করছি সেগুলোকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা এবং সে আলোকেই আমি কাজ করছি। আর ঢাকা শিক্ষা বোর্ড তো দেশের মাদার বোর্ড। এই মাদার বোর্ডে আমার থেকে আমার অভিজ্ঞতা হল, ঢাকা শহরে বেশি সমস্যা। ঢাকা শহরের প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোতে  যথেষ্ট রকম গলদ আছে।  আমরা ঢাকা শহর এবং আশপাশের কয়েকটা অঞ্চলে যেখানে এই সমস্যা বা সংকটগুলো আছে সেগুলো সমাধানরে চেষ্টা করছি। আর এখানে কাজের মধ্যে থাকতে হচ্ছে সারাক্ষণ। সরকার আমার ওপর দায়িত্ব দিয়েছেন । আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দিয়ে সে দায়িত্বটা পালন  করার জন্য।

বাণিজ্য প্রতিদিন: অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেয়ার জন্য।

অধ্যাপক নেহাল আহমেদ: আপনাকেও ধন্যবাদ। বাণিজ্য প্রতিদিন এবং এর পাঠকদের ধন্যবাদ জানাচ্ছি।

 

শেয়ার