Top
সর্বশেষ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৯ হাজার ছাড়িয়েছে

২৮ জুলাই, ২০২৪ ১০:৪৯ পূর্বাহ্ণ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৯ হাজার ছাড়িয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছে ৩৯ হাজার ২৫৮ জন।

ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে।

সূত্র আরও জানায়, গত ৪৮ ঘণ্টায় নিহত হয়েছে ৮৩ জন। মোট সংখ্যায় তাদেরকেও অন্তর্ভূক্ত করা হয়েছে। গাজায় গত নয় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে আহত হয়েছে ৯০ হাজার ৫৮৯ জন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। বিগত প্রায় ১০ মাসের এই যুদ্ধে ধ্বংস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। গাজায় নিরাপদ আশ্রয় বলে কোনও জায়গা নেই। উপায় না পেয়ে ফিলিস্তিনিরা ইতোমধ্যে ইসরায়েলের পরিত্যক্ত একটি কারাগারেও আশ্রয় নিতে শুরু করেছে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার