Top
সর্বশেষ

আওয়ামী লীগ আক্রমণ করেনি, আক্রান্ত হয়েছে: কাদের

২৮ জুলাই, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ
আওয়ামী লীগ আক্রমণ করেনি, আক্রান্ত হয়েছে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ আক্রমণ করেনি, আক্রান্ত হয়েছে। এরপরও আওয়ামী লীগের বিরুদ্ধে বিবৃতি আসছে।

রোববার (২৮ জুলাই) দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনের ওপর ভর করে রাজনৈতিক অশুভ শক্তি তাণ্ডব চালিয়েছে। বিএনপি-জামায়াত সহিংসতার পথ বেছে নিয়েছে। এ সময় সহিংসতাকারীরা দেশের উন্নয়ন ধ্বংস করতে চায় বলেও মন্তব্য করেন দলটির এই শীর্ষ নেতা।

তিনি আরো বলেন, অপশক্তির সাহায্য নিয়ে বিএনপি-জামায়াত নতুন প্লাটফর্ম তৈরি করেছে। ক্ষমতার যেতে তারা দেশের মানুষকে কষ্ট দিচ্ছে।

এ সময় কারো প্ররোচনায় বিবৃতি না দেয়ারও আহ্বান জানান তিনি।

এম জি

শেয়ার