Top
সর্বশেষ

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতে নিহত ৩৫

২৯ জুলাই, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ
পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতে নিহত ৩৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক সংঘাতে ৩৫ জন নিহত হয়েছে। আফগান সীমান্তের কাছে অবস্থিত দেশটির কুররাম জেলায় গত বুধবার সুন্নিপন্থি মুসলিম মাদাগি ও শিয়াপন্থী মালি খেল উপজাতি গোষ্ঠীর সদস্যদের মধ্যে সশস্ত্র সংঘাতের সূত্রপাত হয়।

মূলত ভূমি নিয়ে বিবাদ থেকেই এই সংঘাত শুরু হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুর্তজা হুসেইন বলেন, গত বুধবার (২৪ জুলাই) দুই উপজাতি গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়। ওই অঞ্চলে কৃষিজমি নিয়ে কয়েক দশক ধরেই বিরোধ চলছে। এ বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনার মধ্যেই এক বন্দুকধারী সেখানে গুলি চালান। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। মুর্তজা হুসেইন বলেন, ওই ব্যক্তি গুলি চালানোর কারণে কুররাম জেলায় পাশাপাশি বসবাসকারী গোষ্ঠীগুলোর মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা আরও বেড়ে গেছে।

তিনি নিশ্চিত করেছেন যে, এই সংঘাতে ৩৫ জনের মৃত্যু হয়েছে। সরকার এবং স্থানীয় নেতারা জিরগার (উপজাতি পরিষদ) মাধ্যমে লড়াই বন্ধ করার চেষ্টা করছেন। কিন্তু তা এখনও সফল হয়নি।

পাকিস্তানে এ ধরনের সহিংসতার ঘটনা অস্বাভাবিক কিছু নয়। নাম প্রকাশে অনিচ্ছুক কুররাম জেলার এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাও জানিয়েছেন যে, সেখানে ৩৫ জনের মৃত্যু হয়েছে। আরও ১৫১ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এই কর্মকর্তা জানান, সংঘাত সমাধানের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

পরিচয় প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সংঘাতে উভয় পক্ষকেই স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার ব্যবহার করতে দেখা গেছে। সেখানে এখনও ছোট-বড় অস্ত্রের ব্যবহার লক্ষ্য করা গেছে। গোলাগুলি অব্যহত থাকায় প্রধান সড়কেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এম পি

শেয়ার