Top
সর্বশেষ

উ.কোরিয়ায় জরুরি অবস্থা জারি

২৯ জুলাই, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ
উ.কোরিয়ায় জরুরি অবস্থা জারি

ব্যাপক বৃষ্টির পর ভয়াবহ বন্যার কবলে পড়েছে নর্থ কোরিয়া। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। এই অবস্থায় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন তিনটি প্রদেশে ‘জরুরি অবস্থা’ জারি করেছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বন্যা কবলিত অঞ্চলে আটকে পড়া হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে ৪ হাজার ২০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিম প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে দেশটির প্রস্তুতি জোরদারের আদেশ সত্ত্বেও সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাতের প্রস্তুতি ও প্রতিক্রিয়া জানাতে ব্যর্থতার জন্য কর্মকর্তাদের তিরস্কার করেছেন। গত সপ্তাহেই নর্থ কোরিয়া কৃষিতে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব প্রশমিত করার কৌশল নিয়ে আলোচনার জন্য সংকট মোকাবেলা সভা পরিচালনা করে।

সাউথ কোরিয়ার আবহাওয়া বিভাগ বলেছে, নর্থ কোরিয়া ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে। জুলাই মাসে কায়েসোং শহরে একদিন নজিরবিহীন ৪৬৩ মিমি বৃষ্টি হয়েছিল।

এম পি

শেয়ার