ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রকৌশলীদের পদোন্নতি, পেশাগত বিভিন্ন সমস্যার সমাধান ও প্রকৌশলী হিসেবে মর্যাদাসহ বিভিন্ন দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন করেছে ।
বুধবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন থেকে বক্তারা এসব দাবি করেন।
বক্তারা বলেন, অনেকদিন হয়ে গেল প্রধানমন্ত্রী আমাদের পেশাগত, বেতন বৈষম্য দূরীকরণ, পদোন্নতি, উচ্চতর স্কেলে পদায়নসহ ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিল্ডিং কোড সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও কোনো এক চক্রান্তকারীদের মদতে আজও ডিপ্লোমা প্রকৌশলীদের কোনো দাবি পূরণ না হওয়ায় আমরা আজ মানববন্ধন করেতে বাধ্য হয়েছি।
ঈদের মধ্যেই সারাদেশের লক্ষ লক্ষ ডিপ্লোমা প্রকৌশলী ও ছাত্র-ছাত্রীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে, যদি অবিলম্বে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি আন্ত:মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আইডিইবির সকল সমস্যা দ্রুত সমাধান না করেন।
তারা আরো বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি স্পেশাল ইনক্রিমেন্ট, পদোন্নতি, শূন্যপদে নিয়োগ, বেতন স্কেলের উন্নয়ন, ইমারাত বিধিমালা ২০০৮ এর গেজেট প্রকাশসহ পলিটেকনিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন। এর পরে আইডিইবির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
এসময় ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন সংগঠনের নেতারা, পলিটেকনিক কলেজসহ বিভিন্ন কারিগরী প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকবৃন্দ মানববন্ধনে অংশ নেন । মানববন্ধনে বক্তব্য রাখেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, আব্দুস কুদ্দুস, রেহান মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ।