Top
সর্বশেষ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৭

৩১ জুলাই, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত  ৩৭

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ৭৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। মঙ্গলবার ইসরায়েলি বাহিনী এ হামলা চালায়। খবর মিডল ইস্ট মনিটর।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর করা তিনটি হামলায় ৩৭ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন এ প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ৩৯ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯০ হাজার ৯৯৬ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এম পি

শেয়ার