Top
সর্বশেষ

ফরিদপুর জামায়াতের কার্যালয়ে অভিযানে ককটেল উদ্ধার

০১ আগস্ট, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
ফরিদপুর জামায়াতের কার্যালয়ে অভিযানে ককটেল উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর শহরের চকবাজার এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ৩টার দিকে অভিযান শুরু হয়। অভিযানকালে ১২টি ককটেল ও বিভিন্ন ধরনের উসকানিমূলক বই সহ নানা সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।

ফরিদপুরের পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বিবাগত রাতে তাকবির নামে এক শিবিরের কর্মীকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে জেলা জামায়াতের অফিসে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন,এখন জামাতের কার্যালয়কে পুলিশের পুরোপুরি নজরদারিতে রাখা হয়েছে। এ অভিযানে ১২টি ককটেল ও বিভিন্ন ধরনের উসকানিমূলক বই সহ নানা সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। আমরা বিষয়টি দ্রুতই আইনের আওতায় আনবো ।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা,সালাউদ্দিন আহমেদ,কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)হাসানুজ্জামান প্রমুখ।

এসকে

শেয়ার