Top
সর্বশেষ

কেরালায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩১৬

০২ আগস্ট, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ
কেরালায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩১৬

ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে। বেড়েছে নিখোঁজ মানুষের সংখ্যাও। দেশটির একাধিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বুধবার ২২৭ জন নিখোঁজের তথ্য দিলেও বৃহস্পতিবার (১ আগস্ট) কর্তৃপক্ষ জানায়, এই সংখ্যা ২৪০। এরমধ্যে ২৭ শিশু ও ৭৬ নারী। প্রাণহানি আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের। দুর্গত এলাকায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে সেনা ও নৌসহ বিভিন্ন বাহিনীর ১ হাজার ৬শ’র বেশি সদস্য।

প্রসঙ্গত, গত সোমবার (২৯ জুলাই) মধ্যরাতে রাজ্যের ওয়াইনাড় জেলায় ভারী বৃষ্টির কারণে হয় পাহাড়ি ঢল। তাতে দেখা দেয় ব্যাপক ভূমিধস। ঘুমন্ত গ্রামবাসীর ওপর নেমে আসে বিপর্যয়। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মুন্দাক্কাই এলাকা।

এম জি

শেয়ার