Top
সর্বশেষ

ভারতের ৩০০টি ব্যাংকে সাইবার হামলা

০২ আগস্ট, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ
ভারতের ৩০০টি ব্যাংকে সাইবার হামলা

ভারতে ৩০০টি ব্যাংকে সাইবার হামলা হয়েছে। এ হামলায় গ্রামীণ ও সমবায় প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।‘র‍্যানসমওয়্যার’ নামের এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) জানিয়েছে, হ্যাকাররা ভারতের ৩০০টি ব্যাংকে হামলা চালিয়েছে। বুধবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেনদেনসংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী সংস্থা ‘সি-এজ টেকনোলজি’ র‌্যানসমওয়্যার হামলার কবলে পড়েছে। ফলে যেসব ব্যাংক সংস্থাটির প্রযুক্তি ব্যবহার করত তাদের গ্রাহকরা সাময়িকভাবে অর্থ লেনদেন করতে পারবেন না। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।

আরবিআই জানিয়েছে, এনপিসিআইভিত্তিক খুচরা লেনদেনব্যবস্থা থেকে সি-এজ টেকনোলজিকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয় ব্যাংকগুলোকে দেশটির শীর্ষ ব্যাংক এবং সাইবার কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য সাইবার হামলা সম্পর্কে সতর্ক করে আসছে। এমন পরিস্থিতির মধ্যেই দেশটির ব্যাংকিং খাতে হামলা হয়েছে।

ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, সাইবার হামলার কারণে যেসব ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়ে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতের দৈনিক মোট লেনদেনের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ হয়ে থাকে। ফলে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে এর তেমন প্রভাব পড়বে না।

এম পি

শেয়ার