শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার(৩ আগস্ট ) বিকেলে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের
পশ্চিম ঝিনিয়া গ্রামের কামারের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাজু মিয়া (২৭) শেরপুর জেলার নকলা উপজেলার সাইলামপুর গ্রামের এমদাদুল হকের ছেলে।
ডিবি সূত্র জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুব আলীর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিপন মিয়া, এএসআই হরিপদ সঙ্গীয় ফোর্সসহ শনিবার(৩ আগস্টে) বিকেলে শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের কামারের মোড়ে অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. রাজু মিয়াকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. রাজু মিয়াকে শ্রীবরদী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গত রোববার দুপুরে তাঁকে আদালতের সোপর্দ করা হয়েছে।
এসকে