Top
সর্বশেষ

১৪ বছর পর কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকলেন জামায়াত নেতারা

০৬ আগস্ট, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ
১৪ বছর পর কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকলেন জামায়াত নেতারা

দীর্ঘ ১৪ বছর পর দলের কেন্দ্রীয় ও মহানগরীর কার্যালয় খুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজান ও মোনাজাতের মধ্য দিয়ে সোমবার (৫ আগস্ট) রাতে দলটির নেতা-কর্মীরা মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।

এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আজান দিয়ে কেন্দ্রীয় কার্যালয় খোলা হয়। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ও খোলা হয়েছে। নেতারা দীর্ঘদিন পর কার্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বিশেষ মোনাজাত করেন।

২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় বন্ধ হয়ে যায় বলে জানান জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের মুজিবুল আলম।

এম জি

শেয়ার