সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬৬ টির, দর কমেছে ১১৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬ টির।
ডিএসইতে ১ হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৩০ কোটি ৯২ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৯৯ পয়েন্টে।
সিএসইতে ২৮৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৪৪ টির দর বেড়েছে, কমেছে ৩১ টির এবং ১০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস