Top

চট্টগ্রাম কারাগারে বিদ্রোহ ও গোলাগুলি

০৯ আগস্ট, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ
চট্টগ্রাম কারাগারে বিদ্রোহ ও গোলাগুলি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করেছেন। কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা। এ সময় গোলাগুলির খবর পাওয়া গেছে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বাইরে থেকেও একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছে। কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে।

কর্মকর্তারা জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারাগারের অভ্যন্তরে আর বা‌ইরে সেনাবা‌হিনীর সদস্যরা রয়েছেন।

এম পি

শেয়ার