ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৪ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.১৬ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ২৮ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪১ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ২৫ কোটি ৬৯ লাখ ১০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০৮ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিলিভার কনজ্যুমারের ২৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা, ব্রাক ব্যাংকের ২২ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা, টেকনো ড্রাগসের ২০ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ১৮ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা, সী পার্ল হোটেলের ১৫ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা, ট্রাস্ট ব্যাংকের ১৫ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা এবং রবি আজিয়াটার ১২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেনে হয়েছে।
এসকেএস