Top
সর্বশেষ

ঢাকা কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগ

১২ আগস্ট, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ
ঢাকা কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ এবং উপাধ্যক্ষ এ.টি.এম মইনুল হোসেন পদত্যাগ করেছেন।

রোববার (১২ আগস্ট) সকালে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ দুজনেই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এই আবেদন জমা দেন। তবে সরকারি চাকরিজীবী হওয়ায় সরাসরি পদত্যাগ করলে চাকরি থেকে অব্যহতি নিতে হবে। এজন্য তারা শিক্ষা মন্ত্রণালয়ে অন্যত্র বদলির আবেদন করেছেন।

অধ্যক্ষ তার আবেদনে লেখেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। ফলে কলেজের শিক্ষা কার্যক্রম চালানো দূরূহ হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আমি আর ঢাকা কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করতে চাচ্ছি না।’

উপাধ্যক্ষ তার আবেদনে লেখেন, বর্তমান কলেজে বিদ্যমান সার্বিক পরিস্থিতির কারণে অনত্র বদলি বা পদায়নের আবেদন করছি।

এর আগে গত দুইদিন থেকে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও হল প্রভোস্টদের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে। এদিকে গতকাল (১১ আগষ্ট)  কলেজ প্রশাসনের দায়িত্বে শিক্ষকদের পদত্যাগে শিক্ষার্থীরা ২৪ ঘন্টার আল্টিমেটাম প্রদান করে।

এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ সম্বন্বয়ক গাজী হোসাইন মাহমুদ  বলেন, আলহামদুলিল্লাহ,ফ্যাসিবাদীর মদদপুষ্ট অধ্যক্ষ পদত্যাগ করেছেন। এখন সাধারণ শিক্ষকের মধ্যে যারা ফ্যাসিবাদের সাথে জড়িত তাদের ব্যাপারে স্টেপ নেয়া হবে। তাহলেই আমরা ঢাকা কলেজ ক্যাম্পাস কে একটি আদর্শ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ ।

এম পি

শেয়ার