Top
সর্বশেষ

রাজনীতিমুক্ত ক্যাম্পাস চায় বশেমুরবিপ্রবিয়ানরা

১২ আগস্ট, ২০২৪ ২:১২ অপরাহ্ণ
রাজনীতিমুক্ত ক্যাম্পাস চায় বশেমুরবিপ্রবিয়ানরা
বশেমুরবিপ্রবি সংবাদদাতা :

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার আলো যথাযথভাবে পৌঁছতে সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাস চায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা, রাজনীতি জন্য বিশ্ববিদ্যালয় না, এমনটা দাবি করেন শিক্ষার্থীরা। রাজনৈতিক চর্চা থাকার জন্য ছাত্র সংসদ ব্যতীত কোনো দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বা শিক্ষক রাজনীতি চায় না বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী।

এক জরীপে দেখা যায়, বিশ্ববিদ্যালয়টির বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি থাকলে দলের একটা প্রভাব থাকে। এতে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাই দূর্নীতিগ্রস্থ হয়ে পড়ে। ক্ষমতার অপব্যবহার করে অন্যের উপর প্রভাব খাঁটানো হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীল পরিস্থিতি নষ্ট হয়ে যায়। আবার কেউ কেউ ছাত্র সংসদ গঠনের মতামতও জানিয়েছেন। শিক্ষার্থীরা জানান, রাজনীতি করা ছাত্রদের কাজ না। রাজনীতি করবে রাজনৈতিক ব্যক্তিরা। বিশ্বিবদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সকল পর্যায় রাজনীতি নিষিদ্ধ করা দাবি জানান তারা।

রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মামুন বিল্লাহ মনে করেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি চিরতরে নিষিদ্ধ চাই।
সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী কিংবা শিক্ষক সবাইকে এটা মাথায় রাখতে হবে যে, তারা জনগণের সেবক(দাস)। তারা জনগণের প্রভূ না। তাই সেবক হিসেবে সবার সাথে আচরণ করতে হবে, প্রভূ হিসেবে নয়।

লেজুরভিত্তিক রাজনীতির বাহিরে গিয়ে ছাত্র সংসদ গঠনের দাবি জানিয়েছে অনেকে। তাদের দাবি, দলীয় কোনো রাজনীতি থাকবেনা। শিক্ষার্থীদের অধিকার আদায় করার জন্য তাদের মধ্য থেকে ছাত্র সংসদ গঠন করা যেতে পারে। এবিষয়ে মতামত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম জানান, সকল প্রকার রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই আমরা। নির্বাচিত ছাত্র সংসদ চাই। ছাত্র সংসদে যারা নির্বাচিত হবে তারা কোনো কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না।শিক্ষক রাজনীতি এবং ছাত্র রাজনীতি দুটোই নিষিদ্ধ হোক।

অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়োজিদ মোল্ল্যা বলেন, বিশ্ববিদ্যালয়ে অবশ্যই গঠনমূলক ছাত্র রাজনীতি চাই। ছাত্ররাই পারে মেধা এবং মননে রাজনীতিকে শুদ্ধ করতে। রাজনীতির চর্চা যদি ছাত্র বয়সে নাহ হয় তাহলে আপনারাই বলবেন একটা অর্থব দলের কাছে সরকার ব্যবস্থা রয়েছে। তাই বলবো, বাম অথবা ডান যাই হোক আপনারা শুদ্ধ রাজনৈতিক চর্চা করুন। যাতে ভবিষ্যতে মেধাবীরাই দেশের হাল ধরতে পারে।

নতুবা রাজনীতির প্রতি যে অভক্তি এবং ঘৃনা তা আপনাদের মনে সবসময় গেঁথে থাকবে। রাজনীতিতে ভালো মানুষ আসুন, এটাই প্রত্যাশা।

এসকে

শেয়ার