সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৮কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮ টির, দর কমেছে ৩৬৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪ টির।
ডিএসইতে ৪৮০ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫১৮ কোটি ১২ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৯৯ কোটি ১ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭১৫ পয়েন্টে।
সিএসইতে ২২৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫ টির দর বেড়েছে, কমেছে ২০০ টির এবং ৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস