Top
সর্বশেষ

বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম মনি

২০ আগস্ট, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ
বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম মনি
নিজস্ব প্রতিবেদক :

সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইস চেয়ারম্যান হিসেবে নুরুল ইসলাম দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবেন বলে দল আশা করা হচ্ছে।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা হলে তা জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের থেকে পদ হারান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাকে দলের নির্বাহী কমিটির সদস্য করা হয়।

বিএইচ

শেয়ার