Top
সর্বশেষ
বিক্রি হবে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার দুর্বল ব্যাংকের গ্রাহকরা ধাপে ধাপে টাকা ফেরত পাবেন: গভর্নর ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ ১০ লাখের বেশি বিদেশি বিনিয়োগ ব্যাংকিং চ্যানেলে বাধ্যতামূলক সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে ইসির স্বাধীনতা খর্ব হবে: সিইসি মহার্ঘ ভাতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা আজ নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ’র বৈঠক তিন লাখেরও বেশি ফিলিস্তিনি ফিরেছেন উত্তর গাজায় আইকিউএয়ার সূচকে আজও ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কামরুল গ্রেফতার

জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে আনসার সদস্যরা

২৫ আগস্ট, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে আনসার সদস্যরা

চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে অবস্থান নিয়েছে প্রায় বিশ হাজার আনসার সদস্য।

রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে বিভিন্ন গেট, ওসমানী উদ্যান, জাতীয় প্রেস ক্লাব এবং এর আশেপাশের এলাকাগুলোতে তাদের অবস্থান নিতে দেখা গেছে।

বিক্ষোভকারী আনসার সদস্যরা বলছেন, গত ৭৬ বছর ধরে আমাদের জাতীয়করণের আশ্বাস দেওয়া হয়েছে। অথচ আমরা ৭৬ বছর ধরেই বঞ্চিত। আমাদের অবিলম্বে জাতীয়করণ করতে হবে।

তারা বলেন, সরকার এবারও আশ্বাস দিয়েছে। কিন্তু প্রজ্ঞাপন জারি করেনি। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা আমাদের অবস্থান ধরে রাখবো।

এসময় বিক্ষোভকারী সদস্যরা নান স্লোগান দিতে থাকেন- ‘আমার স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দুর্নীতির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শ্রমিক কেনো রাস্তায় প্রশাসন জবাব চাই’, ‘তুমি কে আমি কে? আনসার, আনসার’, ‘আর নয় চুক্তি এবার চাই মুক্তি’, ‘জাতীয়করণ জাতীয়করণ করতে হবে করতে হবে’।

এম জি

শেয়ার