Top
সর্বশেষ

সকল শিক্ষক-কর্মচারীকে টিকার জন্য নিবন্ধন করতে নির্দেশ

১১ মার্চ, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ
সকল শিক্ষক-কর্মচারীকে টিকার জন্য নিবন্ধন করতে নির্দেশ

দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সুরক্ষা অ্যাপ ও সার্ভারে ‘শিক্ষা প্রতিষ্ঠান’ নামে একটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের NID আপলোড করা হয়েছে। সেখানে ৪০ বছর বয়সের কম বয়সী শিক্ষক-কর্মচারীদেরও নিবন্ধন করতে বলা হয়েছে।

সুরক্ষা ওয়েবসাইটে করোনা ভ্যাকসিন নিবন্ধন ফরম পূরণ করে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ এনআইডি দিয়ে নিবন্ধন করা যাবে। বৃহস্পতিবার (১১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে ‘শিক্ষা প্রতিষ্ঠান’ নামের কলামে ‘শিক্ষক’ এবং ‘কর্মকর্তা-কর্মচারীবৃন্দ’ নামে আরও দুটি সাব-কলাম আছে। সেখানে প্রবেশ করে ‘কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন ফরম’ পূরণ করে নিজ নিজ NID দিয়ে নিবন্ধন করতে পারবেন। সংশ্লিষ্ট সবাইকে টিকা গ্রহণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ প্রদান করেছে শিক্ষা অধিদফতর ও শিক্ষা বোর্ডগুলো।

এতদিন শুধু ৪০ বছরের বেশী বয়স্ক শিক্ষকরা টিকা গ্রহণের সুযোগ পেলেও এখন সব বয়সের শিক্ষকরা টিকা গ্রহণ এবং নিবন্ধন করতে পারবেন।

শেয়ার