Top
সর্বশেষ

ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

২৬ আগস্ট, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ
ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সোমবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ নিয়োগ দিয়েছেন।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান পদত্যাগী উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন।

নতুন উপাচার্য অধ্যাপক নিয়াজ খান ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার, ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সিনিয়র একাডেমিক অ্যাডভাইজর, বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন (অরণ্যক) ফাউন্ডেশনের চেয়ারম্যান।

এম পি

শেয়ার