Top
সর্বশেষ

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন জাবি শিক্ষকরা

২৬ আগস্ট, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন জাবি শিক্ষকরা

চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের সহায়তায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা।

সোমবার (২৬ আগস্ট) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোতাহার হোসেন এ তথ্য জানান।

এরআগে, রোববার (২৫ আগস্ট) সকাল ১০টায় শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক মোতাহার হোসেন বলেন, দেশের ১০-১২টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ দিয়ে বন্যার্তদের পাশে থাকতে চাই। আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা ‘বন্যার্তদের পাশে জাহাঙ্গীরনগর’ ব্যানারে স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের মাধ্যমে বন্যার্তদের কাছে পৌঁছে দেব।

এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্বিবদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তাদের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যাকবলিত এলাকার জনগণকে দেওয়ার ঘোষণা দেয়।

বিএইচ

শেয়ার