Top
সর্বশেষ

আইসিবির চেয়ারম্যান সুবর্ণ বড়ুয়ার পদত্যাগ

২৭ আগস্ট, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
আইসিবির চেয়ারম্যান সুবর্ণ বড়ুয়ার পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া।

মঙ্গলবার (২৭ আগস্ট) দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর একটি চিঠি পাঠিয়েছেন সুবর্ণ বড়ুয়া।

আইসিবির মতো গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ দেওয়ায় তিনি চিঠিতে সরকারের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, কর্মকালে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তার আশা, ভবিষ্যতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছাবে।

গত বছরের ১৫ নভেম্বর অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়াকে আইসিবির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছিল সরকার।

এএ

শেয়ার