Top
সর্বশেষ

গুজরাটে ভয়াবহ বন্যা, ২৮ জনের প্রাণহানি

২৯ আগস্ট, ২০২৪ ৯:৩৫ পূর্বাহ্ণ
গুজরাটে ভয়াবহ বন্যা, ২৮ জনের প্রাণহানি

ভারতের গুজরাটের বন্যা পরিস্থিতি এবার ভয়াবহ রূপ নিয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন। এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

টানা বৃষ্টিতে বিপৎসীমা পেরিয়েছে রাজ্যটির বহু নদী। এতে, ভয়াবহ বন্যার কবলে পড়েছে বিভিন্ন জেলার বাসিন্দারা। পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়িসহ সবকিছু।

এছাড়া, বন্যার কারণে বেশ কয়েকটি জেলায় কমপক্ষে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যার ভয়াবহতা থেকে উদ্ধার করা হয়েছে কয়েকশ মানুষকে।

রাজ্যের ত্রাণ কমিশনার অলোক পান্ডে জানিয়েছেন, বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

এরই মধ্যে উদ্ধার তৎপরতা জোরদারে দ্বারকা, আনন্দ, বরোদা, খেদা, মোরবি এবং রাজকোট জেলায় সেনাবাহিনী নামানো হয়েছে।

এদিকে, বৃষ্টিপাত আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

এর আগে, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সাথে টেলিফোনে কথা বলেন এবং তাকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দেন।

এম জি

শেয়ার