Top
সর্বশেষ

জাপানে টাইফুন শানশানের আঘাতে নিহত ৩

৩০ আগস্ট, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ
জাপানে টাইফুন শানশানের আঘাতে নিহত ৩

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন শানশান। এতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) স্থানীয় সময় ৮টায় কিউশু দ্বীপের সাতসুমাসেনদাই শহরের কাছে ঝড়টি ঘণ্টায় ২৫২ কিলোমিটার বেগে আঘাত হানে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে, বৃহস্পতিবার সকালে ঝড়টি ঘণ্টায় ২৫২ কিলোমিটার বেগে দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কাগোশিমা শহরে আঘাত হানে। প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টিপাতের কারণে লাখ লাখ মানুষকে তাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ।

জাপানে গত কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার দিকে টাইফুন আছড়ে পড়ে। টাইফুনের প্রভাবে শক্তিশালী ঝড়, ভূমিধস, বন্যা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করা হয়েছে।

টাইফুনের আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিউশু দ্বীপের। সেখানে দুই লাখ ৫৫ হাজার বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে দেশটির গামাগোরি শহরে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৭০ বছর বয়সী এক দম্পতি এবং ৩০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। ভূমিধসের সময় তাদের বাড়ি কাঁদামাটির নিচে চাপা পড়লে প্রাণ হারান তারা।

আগামী কয়েক দিন কিউশুতে অবস্থানের পর সপ্তাহান্তে ঝড়টি রাজধানী টোকিওসহ মধ্য ও পূর্বাঞ্চলের দিকে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা।

কিউশুতে টয়োটা এবং নিসানের মতো বড় গাড়ি নির্মাতারা তাদের কর্মীদের নিরাপত্তার পাশাপাশি ঝড়ের কারণে সম্ভাব্য যন্ত্রাংশের ঘাটতির কথা উল্লেখ করে কারখানার কার্যক্রম বন্ধ রেখেছে। জাপানের দক্ষিণাঞ্চলে যাওয়া ও আসা শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। কিছু উচ্চগতির ট্রেন পরিষেবাও স্থগিত করা হয়েছে।

এম পি

শেয়ার