Top
সর্বশেষ

দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন জাবির জীববিজ্ঞান অনুষদের ডিন

০১ সেপ্টেম্বর, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ
দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন জাবির জীববিজ্ঞান অনুষদের ডিন
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুহু আলম তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিনি এ অব্যাহতিপত্র প্রেরণ করেন। অব্যাহতির কারণ হিসেবে পারিবারিক বিভিন্ন সমস্যাকে উল্লেখ করেন তিনি।

অব্যাহতিপত্রে বলা হয়, আপনার ১৬.৫.২০২৪ তারিখের স্মারক সংখ্যা: জাবি/রেজি./টিচিং/১১৪১৮ (১৫০) এর বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আমি ১৬.০৫.২০২৪ তারিখ হতে জীববিজ্ঞান অনুষদের নির্বাচিত ডিন হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। কিন্তু বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন কারণে আমার পক্ষে ডিন-এর দায়িত্বভার পালন করা সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায়, অদ্য ০১.০৯.২০২৪ তারিখ অপরাহ্ন হতে জীববিজ্ঞান অনুষদের ডিন-এর দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।

বিএইচ

শেয়ার