Top
সর্বশেষ
১৪ সেপ্টেম্বর হচ্ছে না শহীদদের স্মরণ সভা স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিত্যপণ্যের দাম কমাতে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ সংস্কারের জন্য ছয়জনের নেতৃত্বে ছয়টি কমিশন গঠন স্বৈরাচার পালালেও তার প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে: তারেক রহমান আইন নিজের হাতে তুলে নিলে শাস্তির আওতায় আনা হবে গণ-অভ্যুথানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে: ড. ইউনূস পুঁজিবাজার সংস্কারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে টাস্কফোর্স গঠন দুই ব্রোকারেজ হাউজের পর্ষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক ও বিও হিসাব জব্দ

ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু

০৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ
ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু

নো‌বেলজয়ী অর্থনী‌তি‌বিদ ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকা‌রের স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কূট‌নৈ‌তিক সূ‌ত্রে এসব তথ্য জানা গে‌ছে।

ওই সূত্র জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যোগদানের আগে মার্কিন দলটি ঢাকা আসবে।

এ ছাড়াও সূত্রটি আরও জানায়, প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড। প্রতি‌নি‌ধিদ‌লে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এম জি

শেয়ার