জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকায় ‘উলিপুরে চলছে জমির টপ সয়েল কাটার মহোৎসব’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রাম উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স এম আর বি ইকো ব্রিকস নামক ইটভাটাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষিজমির মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার অপরাধে এই জরিমানা করা হয়। ভাটায় কৃষিজমির মাটি ব্যবহার না করার জন্যও সতর্ক করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
এনজে