কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও পুকুরে মাছ চুরির মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি কবির হোসেন (৫৫) ও সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমানকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা ৬ টায় রাজিবপুরের বটতলা বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ।
কবির হোসেন রাজিবপুর উপজেলার কাচারি পাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে ও হাফিজুর রহমান উপজেলার জাউনিয়ারচর গ্রামের মৃত সুরুজ্জামালের ছেলে।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তসলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি ও পুকুরে মাছ চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।
বিএইচ