Top

হিজবুল্লাহর রকেট হামলা, ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

০৮ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫৭ পূর্বাহ্ণ
হিজবুল্লাহর রকেট হামলা, ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এতে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (০৮ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গভীর রাতে ইসরায়েলের কিরাত শমুরায় কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে। এতে শহরের অভ্যন্তরে দুটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শহরের এক মুখপাত্র জানিয়েছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে শহরটি থেকে বিপুলসংখ্যক লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি জানান, একটি রকেট ভবনে সরাসরি আঘাত হেনেছে। এ ছাড়া অপর একটি ফুটপাতে পড়েছে। এতে ভবন, সম্পত্তি, অবকাঠামো এবং পার্ক করা গাড়ির ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। ক্ষয়ক্ষতি নিরূপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে রাতের অন্ধকারের কারণে অভিযান কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি হামলায় লেবাননে তিনজন জরুরি পরিসেবার কর্মী নিহত হওয়ার প্রতিশোধে এ হামলা চালিয়েছে তারা।

গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহও। অন্যদিকে এ হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

এম পি

শেয়ার