Top

দর বৃদ্ধির শীর্ষে এসবিএসি ব্যাংক

০৮ সেপ্টেম্বর, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে এসবিএসি ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসবিএসি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটি ৭২৩ বারে ১৮ লাখ ৯২ হাজার ৪০৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৯০ বারে ১ লাখ ১০ হাজার ১৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৩১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সিকদার ইন্সুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৩ শতাংশ। কোম্পানিটি ৮৩৬ বারে ৭ লাখ ৫৮ হাজার ৮৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –অগ্নি সিস্টেমসের ৪.৪৭ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ৪.৪৩ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৪.১৫ শতাংশ, একমি ল্যাবরটরিজের ৩.৫৫ শতাংশ, মুন্নু এগ্রোর ৩.৪৮ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৩.৪৫ শতাংশ, ফার কেমিক্যালের ৩.৩৮ শতাংশ এবং তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসির ৩.২২ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার