Top
সর্বশেষ

দর পতনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

০৯ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৯৯ বারে ২ লাখ ৩৯ হাজার ৬৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে এসকে ট্রিমসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৩ বারে ৭০ হাজার ২০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের  শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৭৫ বারে ৫৮ লাখ ১২ হাজার ৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৩০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-সিটি ইন্স্যুরেন্সের ৭.৮৮ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৬.৯৬ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৬.৭৮ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৬.৫৪ শতাংশ, পিপুল ইন্স্যুরেন্সের ৬.০২ শতাংশ, মিথুন নিটিংয়ের ৫.৯৮ শতাংশ এবং ফনিক্স ফাইন্যান্সের ৫.৯৫ শতাংশ দর কমেছে।

 

এসকেএস

শেয়ার