Top
সর্বশেষ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

০৯ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

দেশের একটি ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে মিটিং করার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে শোকজ করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়।

চিঠিতে বলা হয়, বিগত ১৫ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী ওই ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে গত ৩১ আগস্ট আপনার একটি ব্যবসায়িক মিটিংয়ের খবর বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। ওই মিটিংয়ের একটি ছবি ভাইরাল হয়েছে এবং সমালোচনা জন্ম দিয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ আগামী ৩ দিনের মধ্যে লিখিতভাবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হচ্ছে।

বিএইচ

শেয়ার