Top
সর্বশেষ

অনলাইনে চলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস

১০ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ
অনলাইনে চলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে অনলাইনে। শুধুমাত্র অসম্পূর্ণ লিখিত ও মৌখিক পরীক্ষা শতভাগ উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউট নিতে পারবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামী সভায় সভাপতিত্ব করেন।

গত ১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের পদত্যাগ করার পর একাডেমিক কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরবর্তীতে অনেক বিভাগই নিজ উদ্যোগে অনলাইন ক্লাস শুরু করে। তবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেয়া হয় মঙ্গলবার। তাই উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত সকল বিভাগেই অনলাইনে ক্লাস চলবে। শুধুমাত্র অসম্পূর্ণ লিখিত ও মৌখিক পরীক্ষা নিজ নিজ বিভাগ নিতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা ও উপস্থিতি নিশ্চিত করতে হবে।

প্রায় একমাস ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনহীন। উপাচার্য নিয়োগেও হচ্ছে বিলম্ব। এমন পরিস্থিতিতে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমিটির মাধ্যমে পরিচালিত হবে বলে গত ২ সেপ্টেম্বর সিদ্ধান্ত গৃহীত হয়। এজন্য সকল অনুষদের ডিনরা ডিনস্ কমিটির আহ্বায়ক হিসেবে (জ্যেষ্ঠতার ভিত্তিতে) অধ্যাপক মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামীকে মনোনীত করেছিলেন।

বিএইচ

শেয়ার