Top

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের পদত্যাগ

১১ সেপ্টেম্বর, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের পদত্যাগ

পদত্যাগ করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

বুধবার (১১ সেপ্টেম্বর) তার পদত্যাগের তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন সং‌শ্লিষ্ট এক কর্মকর্তা।

জানা গেছে, মাহবুবুল আলম সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকেই তিনি ইমেইলের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিও বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আজকেই জানানো হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২ আগস্ট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের ২০২৩-২৫ মেয়াদে সভাপতি নির্বাচিত হন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম।

এম জি

শেয়ার