Top
সর্বশেষ
নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলো সেনাবাহিনী এলসির দায় পরিশোধে রিজার্ভ থেকে ডলার ব্যয় হচ্ছে না: গভর্নর অবৈধ বাংলাদেশি কর্মী‌দের নিয়মিতকরণ প্রক্রিয়া শুরু কর‌বে মালদ্বীপ ইসলামী ব্যাংককে প্রবাসীরা নিজের ব্যাংক হিসেবে বিবেচনা করে: চেয়ারম্যান বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার ঋণ দেবে আইডিবি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না: তারেক রহমান বাংলাদেশকে আরও ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ‘শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানতে চায়নি ঢাকা’ বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং আগস্টে সিটি ব্যাংকের আমানত বেড়েছে রেকর্ড ৩০০০ কোটি টাকা

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস

১১ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৮১ বারে ২৭ লাখ ৮০ হাজার ৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৫ বারে ৪ লাখ ৬০ হাজার ৬১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ১৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এসকে ট্রিমসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটি ১৭৮ বারে ৫ লাখ ২৭ হাজার ৪৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ওরিয়ন ইনফিউশনের ৮.৭৪ শতাংশ, এডিএন টেলিকমের ৮.৫০ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৮.১২ শতাংশ, রানার অটোমোবাইলসের ৭.৮১ শতাংশ, কহিনুর কেমিক্যালের ৭.৪৮ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৭ শতাংশ এবং প্রাইম ইন্স্যুরেন্সের ৬.৮১ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার