Top
সর্বশেষ

ঊর্ধ্বমুখী প্রবণতায় শেয়ারবাজারে লেনদেন শুরু

২৫ আগস্ট, ২০২০ ১০:৩৬ পূর্বাহ্ণ
ঊর্ধ্বমুখী প্রবণতায় শেয়ারবাজারে লেনদেন শুরু

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন শুরুতেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেনের প্রথম ১০ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৬ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ৩৮ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ্ ২ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫২টির। আর ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৮ কোটি ৯৪ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৩৫ লাখ ৭৮ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া ২২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির।

শেয়ার