Top
সর্বশেষ
সপ্তাহখানেকের মধ্যে গণহত্যার বিচারকাজ শুরু: আসিফ নজরুল ১৩ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিডানকিও ‘বাংলাদেশে ধর্মীয় অস্থিতিশীল পরিস্থিতি হলে ভারত ও মিয়ানমারও ভালো থাকবে না’ বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলিবর্ষণ, নিহত ১ প্রধান উপদেষ্টার ‘রিসেট বাটন’ নিয়ে যা বললেন প্রেস সচিব প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান হলেন মোখলেস উর রহমান ‘বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী’ সংবাদটি সঠিক নয় ভোক্তা অধিকার ও জাতীয় জাদুঘরে নতুন মহাপরিচালক

জনগণের আশার প্রতিফলন ঘটাতে হবে: মির্জা ফখরুল

১২ সেপ্টেম্বর, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ
জনগণের আশার প্রতিফলন ঘটাতে হবে: মির্জা ফখরুল

দ্রুত সংস্কার শেষ করে জনপ্রতিনিধিদের শাসন ফেরানোকে গুরুত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জনগণের আশার প্রতিফলন ঘটাতে হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি।

মির্জা মহাসচিব বলেন, বর্তমান সরকারকে পর্যাপ্ত সময় ও সুযোগ দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। পরিকল্পিত ভাবে ছাত্র-জনতার অভ্যুত্থান নস্যাৎ করার চক্রান্ত চলছে। ভারত থেকে শেখ হাসিনা নানাধরনের অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শিল্প কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলে, শিল্পক্ষেত্রে অস্থিরতা প্রতিরোধ করতে হবে। এ বিষতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান তিনি।

এম জি

শেয়ার