Top
সর্বশেষ

শ্রীলঙ্কা সফরে টাইগারদের প্রথম টেস্ট ২১ এপ্রিল

১৩ মার্চ, ২০২১ ৩:২০ অপরাহ্ণ
শ্রীলঙ্কা সফরে টাইগারদের প্রথম টেস্ট ২১ এপ্রিল

আগামী মাসের ২১ তারিখ লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। সফরকারীরা পরের ম্যাচ খেলবে আগামী ২৯ এপ্রিল। শনিবার ব্যাপারটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুরে বিসিসির ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘মোটামুটি চূড়ান্ত যে আমরা যাচ্ছি। নিউজিল্যান্ড থেকে এসে আমরা চলে যাব। ভেন্যু ও সূচি ওরাই চূড়ান্ত করবে। আমরা জানি যে একই ভেন্যুতে দুইটা টেস্টই খেলব, ভেন্যুটা ওরাই জানাবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি টেস্টই কলম্বোয় খেলতে। তবে এই বিষয়ে এখনো লঙ্কান বোর্ডের সবুজ সংকেত পায়নি বিসিবি। আকরাম খান জানালেন, ‘এটাও সম্ভাবনা আছে। কিন্তু ওরা যেহেতু আয়োজক দেশ, ওরাই বিষয়টা নিশ্চিত করবে।’

ভেন্যু চূড়ান্ত না হলেও বিসিবি সূত্র থেকে জানা গেছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ২১ এপ্রিল। দ্বিতীয়টি ২৯ এপ্রিল। তবে এ বিষয়টিও চূড়ান্ত কিছু জানাননি আকরাম। জানিয়েছেন লঙ্কান বর্ডের সঙ্গে তাদের আলোচনা চলমান, ‘এখনো পর্যন্ত বিষয়টি এ পর্যায়ে আছে। কিন্তু যেহেতু আয়োজক দেশ তারা, সেহেতু বিষয়টি তারাই চূড়ান্ত করবে।’

শেয়ার