Top
সর্বশেষ

অন্যায় প্রতিরোধে সর্বশক্তি প্রয়োগ করবে জামায়াত: ড. মাসুদ

১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ
অন্যায় প্রতিরোধে সর্বশক্তি প্রয়োগ করবে জামায়াত: ড. মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, যেকোনো পরিস্থিতিতে আওয়ামী দোসরদের অন্যায়, অপশাসন, চাঁদাবাজি, দখলতারিত্ব প্রতিরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বশক্তি প্রয়োগ করে জনগণের পাশে থাকবে।

কোনো চাঁদাবাজ, দখলদারদের ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, অতীতে যারা অন্যায়, অপশাসন, চাঁদাবাজি ও দখলদারিত্ব করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। আজ বা আগামীতে যারাই একই পথে হাটবে তাদের প্রতি তিনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলার মানুষ আর কোনো অপশক্তিকে ছাড় দিবে না। এতদিন জামায়াতে ইসলামী দেশ সংস্কারের কথা বলেছে, এখন প্রতিটি মানুষ দেশ সংস্কারের পক্ষে। শোষিত মানুষ আজ প্রতিবাদী এবং বিদ্রোহী উল্লেখ করে তিনি বলেন, সাধু সাবধান! জনগণ আর কোনো স্বৈরতন্ত্রকে ছাড় দিবে না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে জামায়াতে ইসলামী সর্বশক্তি প্রয়োগ করতে প্রস্তুত রয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিউমার্কেট থানা আমীর মাওলানা মহিব্বুল হক ফরিদের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিউমার্কেট থানার উদ্যোগে স্থানীয় এক কনভেশন হলে আইটি ব্যবসায়ীদর সম্মানে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য ড. শফিকুল ইসলাম মাসুদ এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি হচ্ছে জনগণের জন্য। জনগণের ভালোবাসা আর সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী বাংলার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছে। সেই আন্দোলনের সুফল অচিরেই বাংলার মানুষ পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগে নিজের মধ্যে ইসলামি শিক্ষার আদর্শ লালন করতে হবে। জামায়াতে ইসলামী সেই শিক্ষার আলোকে নিজ কর্মীদের তৈরি করেছে। জামায়াতের কর্মীরা কেবল মসজিদে ইমামতি করার ক্ষমতা রাখে না উল্লেখ করে তিনি বলেন, জামায়াত কর্মী সরকার, সচিবালয়, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ পরিচালনার ক্ষমতা রাখে। সেই যোগ্যতা ও দক্ষতা জামায়াতে ইসলামীর কর্মীদের রয়েছে। আগামীতে জনগণের সামনে সেটি পরিস্কার হয়ে যাবে।

সূধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন, ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ধানমন্ডি-নিউমার্কেট জোন পরিচালক প্রকৌশলী শেখ আল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ, আইটি ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আমান উল্লাহ, চিটাগাং কম্পিউটারের স্বত্বাধিকারী নাজিম উদ্দিন, হাজারী গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম হাজারী, শফিকুল ইসলাম রমজান সহ এলিফ্যান্ট রোড আইটি ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এম জি

শেয়ার